অন্ধকার, ঘোর অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন আমার চারপাশ। এই অন্ধকারেই মাঝেই কাটছে জীবন, গন্তব্যহীন পথচলা, অন্ধের মত। দিনের শেষে নামে ঘনকালো অন্ধকার, আলোকিত জীবনেও আসে হঠাৎ অন্ধকার। কৃষ্ণকায় পরাজিত জীবন তিমির নিশীথে, তমলুক ঘোঁচানোর ব্যর্থ চেষ্টায় ব্রত।
গগণের নীল রঙ ভালোবাসি, ঘনকালো মেঘে হয় তা কৃষ্ণবর্ণ। সূর্য্যের আলো, পূর্নিমার চাঁদ, অবলীলায় হারায় তার উজ্জলতা। কিন্তু আঁধার না এলে যে আর, শোনা হতোনা নিশীথে ঝিঁঝিঁদের ডাক। দেখা হতোনা পূর্নিমা রাতের, পূর্ণ চন্দ্রের আলোর নিরবতা।
নিরালোকে নামে আলোর অবাব, আঁধীঝড় নামে দিগন্তরে। তমস্বিনীতে নিরবধি খুঁজে ফেরি, কেবলই তোমার আলোকিত চন্দ্রমুখ। প্রতীক্ষা কেবলি তারি কারণ, অন্তরে আঁধারী আলোয় করে সে বসত। অন্ধকারময়ী, ফিরে এসো আঁধারী আলোয়, তোমারি মাঝে কেবলি তিমির নিশীথের সুখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৈয়দ আহমেদ হাবিব
আমারে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন
তোমারি মাঝে কেবলি তিমির নিশীথের সুখ
এভাবেই চলছে অন্ধকার আর আলোর প্রেম
আমাদের মিল হবেনাতো যদিও থাকা হবে উন্মোখ
(হা হা হা হা মজা করলাম একটু, মনে ধরা কবিতা)
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।